লঙ্কায় পরাস্থ হাতুরাসিংহের বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 31-08-2023

লঙ্কায় পরাস্থ হাতুরাসিংহের বাংলাদেশ

এশিয়া কাপের নিজস্ব প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাচ উইকেটে হেরেছে সাকিবরা অনেকটাই অসহায়ের মতই। গোটা ম্যাচে বাংলাদেশকে জয়ের মত অবস্থানে ছিল বা লড়াইয়ের মুডে ছিল এমনটাই মনে হয়নি। প্রথম ব্যাটিং করে ১৬৪ রানে অলআউট তাও আবার ৪২.৪ ওভারে। এতটা ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একজন ছিলেন অবিচল। তিনি নাজমুল শান্ত। মুলত তার করা ৮৯ রানের সুবাদেই ওই রান। বাকীরা ব্যর্থ।


এরপর শ্রীলঙ্কা খেলতে নেমে পাচ উইকেট হারালেও ১১ ওভার হাতে রেখে বাংলাদেশ দলকে হতাশায় ডুবিয়ে হারায়। সম পর্যায়ের দুই দলের লড়াই থাকে উত্তেজনা। বাংলাদেশকে মনেই হয়নি জেতার মানসিকতায় খেলেছে। তারুন্যনির্ভর দলের এমন ম্যাচ টেম্পারমেন্টের বড্ড অভাব পরিলক্ষিত হয়। তামিম ইকবাল, লিটন কুমার দাসের ইনজুরি ছাড়াও দলে সুযোগ পাওয়া তরুনরা পাল্লেকেলেতে অভিজ্ঞতা অর্জন করেছে এই যা। টুর্নামেন্টে সাকিববে এ স্কোয়াড নিয়ে ভুগতে হবে সেটা কাল প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)