বৈশ্বিক ইন্টারনেট: ৫৬ দেশের নতুন জোটে যুক্তরাষ্ট্র


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-05-2022

বৈশ্বিক ইন্টারনেট: ৫৬ দেশের নতুন জোটে যুক্তরাষ্ট্র

বৈশ্বিক ইন্টারনেট নিয়ে নতুন এক সমঝোতা চুক্তিতে স্বার করেছে যুক্তরাষ্ট্র ও আরো ৫৫টি দেশ। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার জন্য নতুন নীতিমালা নির্ধারণের লক্ষ্যে নেয়া হয়েছে এই নতুন পদপে। ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই রুশ সরকার আক্রমণ কৌশল হিসেবে হ্যাকিং চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতেই ৫৫ দেশের সঙ্গে নতুন নীতিমালা নির্ধারণের সমঝোতা চুক্তিতে গেল যুক্তরাষ্ট্র সরকার।

রয়টার্স জানিয়েছে, ৫৬টি দেশের মধ্যে এ ধরনের প্রথম সমঝোতা চুক্তি হতে যাচ্ছে ‘ডেকারেশন ফর দ্য ফিউচার অব দ্য ইন্টারনেট’-এর অধীনে সর্বোচ্চ গুরুত্ব পাবে মানবাধিকার, উন্মুক্ত তথ্যপ্রবাহ, ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা। এ ছাড়াও উদীয়মান বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি ব্যবস্থার জন্য নিয়মনীতি নির্ধারিত হবে এই চুক্তির অধীনে।

ইন্টারনেট খাতকে নিয়ন্ত্রণের লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীন নানা পদপে নিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, এই খাতের প্রতিষ্ঠান ও সেবাগুলোর ওপর নানাভাবে চাপ সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে উভয় দেশে। বাইডেন প্রশাসন চীন ও রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিয়ে আসছে। নতুন সমঝোতা চুক্তি সেই ‘বিপদ’ মোকাবিলার পদপেগুলোর অংশ বলে জানিয়েছে রয়টার্স।

এ প্রসঙ্গে মার্কিন কর্মকর্তাদের মত, ডিজিটাল কর্তৃত্ববাদ উত্থানের একটি বৈশ্বিক চল দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে রাশিয়ার মতো দেশগুলোর মধ্যে বাক স্বাধীনতা রোধের চেষ্টা, স্বাধীন সংবাদমাধ্যমগুলোর ওপর সেন্সরশিপ, নির্বাচনে হস্তপে, ভুয়া তথ্যের প্রচার এবং নিজ দেশের নাগরিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা দেখা যাচ্ছে। রাশিয়া কী করছে দেখুন, চীন কী পদপে নিচ্ছে, আর আমরা এটিকে (সমঝোতা চুক্তি) বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলোর ‘স্পিøন্টারনেট’ প্রবণতার প্রতিক্রিয়া হিসেবে দেখছি- রয়টার্সের কাছে মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা।

ইউক্রেইনে সামরিক হামলা শুরু করার পর থেকে বিভিন্ন অবকাঠামোয় সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। রুশ হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে স্যাটেলাইটনির্ভর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থাও। সাইবার যুদ্ধ মোকাবিলা চেষ্টার অংশ হিসেবে নতুন পদপে হিসেবেই একে বর্ণনা করছে বাইডেন প্রশাসন। রয়টার্স জানিয়েছে, উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থা গঠনের লক্ষ্যে গত বছরেও গণতান্ত্রিক দেশগুলোর এক জোট গঠনের চেষ্টা করেছিল হোয়াইট হাউস। ওই চেষ্টারই পরিবর্তিত সংস্করণ নতুন সমঝোতা চুক্তিটি।

জোটে যুক্তরাষ্ট্র ছাড়াও বাকি দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জর্জিয়া, জার্মানি, গ্রিস, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং ইউক্রেইন। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ভার্চুয়ালি এর ঘোষণা দেবেন জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্ঠা জেক সালিভান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)