সর্বাধিনায়ক মরহুম আতাউল গনি ওসমানীর জন্মবার্ষিকী পালন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-09-2023

সর্বাধিনায়ক মরহুম আতাউল গনি ওসমানীর জন্মবার্ষিকী পালন

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম আতাউল গনি ওসমানীর জীবনী পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত ও সর্বাধিনায়কের জন্ম ও মৃত্যুর তারিখ জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়ে গত ৪ তাঁর ১০৫তম জন্মবার্ষিকী ওজনপার্কের ১০১ এভিনিউ ও ৭৮ স্ট্রিটে মিছবাহ-অপু প্যানেলের নির্বাচনী অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাদির। সভা পরিচালনা করেন আমিনুল হোসেন। মরহুমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, দেশ প্রেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, মোজাহিদুল ইসলাম, কামরুজ্জামান, আজিজুর রহমান পাখি, মোস্তফা কামাল, গহর চৌধুরী কিনু, আসন্ন বিয়ানীবাজার সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী  মিছবাহ আহমদ, সেক্রেটারী প্রার্থী  রেজাউল আলম অপু, সারওয়ার হোসেন, এবাদ আহমদ, শামস উদ্দীন, রিজু মোহাম্মদ, আব্দুন নুর হারুন, মাহতাব উদ্দীন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মৌলানা রশীদ আহমদ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)