প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ও সংবর্ধনা ২২ সেপ্টেম্বর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-09-2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ও সংবর্ধনা ২২ সেপ্টেম্বর

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিমানে চার্টার্ড ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫৩ মিনিটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী অন্য বছরের তুলনায় কম। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপিএসসহ অন্যান্য কর্মকর্তারা। জানা গেছে, অন্যবারের মতো এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধিদল আসছেন না। তবে ব্যক্তিগত অর্থে বেশ কয়েকজন ব্যবসায়ী আসতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং ওই সন্ধ্যায় ম্যানহাটনে মাঙ্কুস মেরিয়ট হোটেলের বল রুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

২২ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ এবং নাগরিক সংবর্ধনা শেষে তিনি ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ওয়াশিংটন থেকে আগামী ৩০ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)