আব্দুল লতিফ সম্রাট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-09-2023

আব্দুল লতিফ সম্রাট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সফল সভাপতি অবশেষে বিএনপির কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী গত ১৮ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিকে আব্দুল লতিফ সম্রাটের এই নিয়োগের কথা জানান। আব্দুল লতিফ সম্রাটকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। অনেকেই দেশ এবং প্রবাস থেকে ফুলেল অভিনন্দন জানিয়েছেন। তারা জানান, আব্দুল লতিফ সম্রাট যুক্তরাষ্ট্র বিএনপির সফল সভাপতি ছিলেন এবং তিনি ছিলেন পরীক্ষিত নেতা। কিন্তু তারপরেও তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। তাকে মূল্যায়ণ করা হয়নি স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটিতে। তার আগে আরো তিন জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হলেও তাকে নেয়া হয়নি। শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মূল্যায়ণ করেছেন। সেই তিনি বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন আমাদের কাজ হবে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারি সরকারের পদত্যাগে আন্দোলন করা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)