বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 26-09-2023

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা

বহু নাটকের পর বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটের দল চুড়ান্ত হলো। দলের মধ্যে কোন্দল তেমনটা না থাকলেও কোচ হাতুরাসিংহ,অধিনায়ক সাকিব আল হাসানের ছিল চাওয়া পাওয়া। যার সঙ্গে মিল ছিলনা বোর্ডের কোনো কোনো নীতি নির্ধারকদের। এক পর্যায়ে শোনা গিয়েছিল, ওপেনার হিসেবে তামিম ইকবালকে নিয়ে যত নাটক। ৭৫% তামিমকে কোচের পছন্দ নয়। আবার বিশ্বকাপের মত বড় আসরে অভিজ্ঞতারও ভীষন প্রয়োজন। বিশেষ করে তামিমের স্থানে যাদের দিয়ে ট্রাই করেছেন হেড কোচ, তারা এখনও স্টাবল নন। এতেই যত দুশ্চিন্তা।


তবে এমন একটা দুশ্চিন্তা টিম ঘোষনা হওয়ার পরও থাকছে। কারন তামিম নেই দলে। দল ঘোষনার আগেই তামিম ডিক্লেয়ার করেন, তিনি বিশ্বকাপে খেলবেন না। তারও আগে ঘটে আরেক নাটকীয়তা। এক রাত আগে তামিম ও দল চুড়ান্তকরন প্রসঙ্গে সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গভীররাত অব্দি চলে বৈঠক। এরপর সবকিছুর সমাধান দিতে বোর্ডে এসে সাবেক সতীর্থও  বোর্ডের সঙ্গে বসে মধ্যস্থতার কাজটি করেন মাশরাফি বিন মোর্তুজা। শেষতক একটা সলিশন দিয়ে গেছেন এ সাবেক গ্রেট।


এতেই প্রথম তামিমের না খেলার ঘোষনার পর বিসিবি বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘোষনা দেয় বিশ্বকাপ স্কোয়াডের। তবে তামিম না থাকলেও লো’য়ার মিডল অর্ডারের শুন্যতা পোষাতে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখতেই হয়েছে। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহীমও।
তবে দলের এমন অভ্যন্তরীন সমস্যায় ভেস্তে গেছে হোমে অনুষ্টিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। একটি বৃষ্টিতে পরিত্যাক্ত হলেও বাকী দুই ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। সিরিজও হাতছাড়া। এমন পারফরমেন্স নিয়ে বিশ্বকাপের মঞ্চে কতটা সাফল্য পাবেন সেটাই এখণ দেখার বিষয় হয়ে দাড়িয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ দল


সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত , তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)