ব্রঙ্কসে খোলা আকাশের নিচে ব্যতিক্রমী ইফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-05-2022

ব্রঙ্কসে খোলা আকাশের নিচে ব্যতিক্রমী ইফতার

আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ইন্টারফেইথ আউটডোর ইফতার গত ২৯ মে সন্ধ্যায় পার্কচেস্টারে খলিল পিজা হাউসের সামনে খোলা আকাশের অনুষ্ঠিত হয়। চমত্কার আওহাওয়ায় খোলা রাস্তায় প্রায় ৫ শতাধিক রোজাদার এই ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব সংপ্তি আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাসির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ ও কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুীর হেলাল, বীর মুক্তিযাদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আব্দুর রহিম বাদশাহ, শেখ আল মামুন, রফিকুল ইসলাম, মেহের চৌধুরী, শাহীন কামালী, মইনুল ইসলাম, শিপু চৌধুরী, লায়েক মিয়া, শেফ খলিলুর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি আব্দুস শহীদ বলেন, খোলা আকাশের নিচে এ ধরনের অনুষ্ঠান ব্রঙ্কসে এই প্রথম। এই আয়োজন সফল করার জন্য সংগঠনের প্রতিটি কর্মী কঠোর পরিশ্রম করেছেন। তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান। অ্যাটর্নি মঈন চৌধুরী, শেফ খলিলুর রহমানসহ যারা অনুষ্ঠান স্পন্সর করেছেন তিনি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ জামাল হোসাইন, রেজা আবদুল্লাহ স্বপন ও মোহাম্মদ শরীফ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের খতিব মওলানা আবু কাসেম ইয়াহিয়া। ইফতার সরবরাহ করেন খলিল ফুড ফাউন্ডেশন এবং বাংলা গার্ডেন।

নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের অফিস থেকে আয়োজক সংগঠনকে প্রকেমেশন দিয়ে সম্মানিত করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সুপেলভেদা খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমানকে সাইটেশন দিয়ে সম্মানিত করেন। আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেসানের প থেকেও শেফ খলিলুর রহমানকে একটি ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। অন্যান্য স্পন্সররা ছিলেন খলিল ফুডস, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, বারী সুপার মার্কেট, হালাল হট ফ্রায়েড চিকেন, আবাদ আলী সিপিএ, জাকির সিপিএ, উইলিয়াম রিভেরা, এফিনিটি হেসেছ কেয়ার, তানিয়া বিউটি সেলুন ও তিতাস মাল্টি সার্ভিস।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)