আমেরিকার লাস ভেগাসে হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহোত্সব


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-05-2022

আমেরিকার লাস ভেগাসে হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহোত্সব

আমেরিকার লাস ভেগাসে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি উত্সব বঙ্গ সম্মেলন। প্রতি বছরের মতো এবারো আয়োজন হচ্ছে এনএবিসি ফিল্ম ফেস্টিভাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২ এবং ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২। এ উপলে লাস ভেগাসে হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহোত্সব। এবার প্রথমবারের মতো পৃথক দুটো চলচ্চিত্র উত্সবেই অংশ নিচ্ছে বাংলাদেশ।

ফেস্টিভালে আমেরিকা, বাংলাদেশ ও ভারতের বাঙালি নির্মাতা এবং অভিনয়শিল্পীদের ছবি প্রদর্শিত হবে। ফিচার ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের যেসব ছবি দেখানো হবে সেগুলো হলো: শনিবারের বিকেল, রিকশা গার্ল, রাতজাগা ফুল, গন্ডি ও বিশ্বসুন্দরী। ভারতের ছবিগুলো হলো: অভিযাত্রিক, আবার কাঞ্চনজঙ্ঘা, অপরাজিত, মহানন্দা ও হাবজি গাবজি প্রভৃতি।

উত্সবে অতিথি হয়ে বাংলাদেশ থেকে আসার কথা রয়েছে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, ফখরুল আরেফীন খান ও চয়নিকা চৌধুরী এবং অভিনয়শিল্পী শাকিব খান, মীর সাব্বির, সোহানা সাবা, রাফিয়াথ রশিদ মিথিলা, পূজা চেরী ও গাজী আবদুন নূর।

ভারত থেকে আসছেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী ও শুভ্রজিত মিত্র এবং অভিনয় শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, শাশ্বত চ্যাটার্জি, গার্গী রায় চৌধুরী, অমবারিশ ভট্টাচার্য, শুভশ্রী গাঙ্গুলী, তনুশ্রী চক্রবর্তী, ইন্দ্রজিত চক্রবর্তী ও দেবলীনা কুমার।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)