নিজস্ব শক্তিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 30-09-2023

নিজস্ব শক্তিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের গা গরমের ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব খেলেননি। ইনজুরি না বিশ্রাম সেটা ঠাহর করা যায়নি। তামিম তো দলভুক্তই নন। ছিলেন নতুন প্রজন্মের তামিম,সাকিব। নানা নাটক ,নানা বিতর্কের মানসিক চাপে দল নিয়ে কাল বাংলাদেশ বিশ্বকাপ ২০২৩ মিশন শুরু করলো ৭ উইকেটের স্বস্তিদায়ক বিজয় দিয়ে শ্রীলংকার বিরুদ্ধে। এমনিতেই তামিম ইকবালকে দেশে রেখেই দল পাঠানো হয়েছে নানা নাটকের জন্ম দিয়ে। কাল আবার কিছুটা আহত হয়ে দলে ছিল না অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল শান্তকেও প্রাথমিক একাদশে রাখা হয় নি। অণ্যদের ঝালাই করে দেখার জন্যই সম্ভবত। মেহেদী মিরাজের নেতৃত্বে খেলেছে দল । ব্যাটিং সহায়ক উইকেট ,অপেক্ষাকৃত ছোট মাঠ। টস হেরে বাংলাদেশ ফিল্ডিং করতে শুরু করার মুহূর্ত থেকে সবার মাঝে লড়াকু মেজাজ দেখা গাছে সর্বস্ব দিয়ে নিজেদের প্রমান করার।


তাসকিন, ছোট শাকিব, হাসান মাহমুদ সবাই ভালো বোলিং করলেও সহজ উইকেটে সাচ্ছন্দে খেলছিল শ্রীলংকান ওপেনার যুগল পিথুন নিশাঙ্কা আর কুশল পেরেরা। ২৪ বলে ৩৪ রান করে ঘাড়ের ব্যাথায় মাঠ ছেড়েছিলো পেরেরা। কুশল মেন্ডিস এসেও ব্যাটিং ধারা ধরে রেখেছিলো। আটো ষাট বোলিংয়ের পাশাপাশি তুখোড় ফিল্ডিং করছিলো তারুণ্য প্রাধান্যের নতুন বাংলাদেশ। তিন স্পিনার  মাহেদী ,মেহেদী আর নাসুম সঠিক লাইন এবং নিশানায় বোলিং করে রানের চাকা নিয়ন্ত্রণ করে. শ্রীলংকার সংগ্রহীত ২৬৩ রান উইকেট বিচারে অন্তত ৩০ রান কম ছিল। স্মরণে রাখবেন আগের ম্যাচেই এই শ্রীলংকা ভারতের কাছে এশিয়া কাপ ফাইনালে গুড়িয়ে গিয়েছিলো।


বাংলাদেশের টপ অর্ডার নিয়ে শঙ্কা ছিল। তামিম নেই , লিটন ফর্ম হীনতায় ,ছোট তামিম নবীন।  কিন্তু শুরুতেই তামিমের কিছু দর্শনীয় স্ট্রোকস আর লিটনের স্বমূর্তিতে সক্রিয় উঠতে দেখেই আচ করা গেছে, বাংলাদেশ আহত রয়েল বেঙ্গলের মতই রক্ত নেশায় মত্ত। এর আগে তানজিদ তামিমের সক্ষিপ্ত ইনিংস গুলোতে কিন্তু প্রতিশ্রুতি ছিল। শুধু স্নায়ুর চাপ সয়ে উইকেটে দাঁড়াতে পারছিলো না। আর লিটনের জন্য প্রয়োজন ছিল একটি বড় ইনিংস।  কাল একসঙ্গে দুটি হয়ে যাওয়ায় সোনায় সোহাগা , প্রথম উইকেট জুটিতে ২০.৪ ওভারে ১৩১ রান. ৮৮ বলে ৮৪ রান করা তানজিদ তামিম জাত চেনালো। পরিমিত পরিচর্যায় ওকে লালন করার হলে তামিম ইকবালের প্রতিচ্ছবি হয়ে বিকশিত হবে। লিটন করলো ৫৬ বলে ৬১। রান খরায় থাকা লিটনের ইনিংসটি ছিল তীব্র খড়ায় আষাঢ়ের বারিধারা।


তিন নম্বরে ব্যাট করতে আশা মেহেদী মিরাজ কাল উপহার দিয়েছে অপরাজিত ৬৭ রানের একটি ঝকঝকে ইনিংস। আবারো প্রমান করেছে টপ অর্ডারে ব্যাটিং করা ওর ন্যায্য  দাবি এখন। মুশফিক অপরাজিত ৩৫ রান করে নিজেকে ঝালিয়ে নিলো। শুধু রান পায়নি তৌহিদ হৃদয়। বাংলাদেশের ৭ উইকেটে জয় ১৭ কোটি ক্রিকেট পূজারী বাংলাদেশিদের আশার প্রদীপে নতুন জ্বালানি দিয়েছে বললে বাড়িয়ে বলা হবে না। বহুদিন পর বাংলাদেশ ওপেনিং পার্টনারশীপ দাপুটে শত রান করলো। টপ অর্ডার কাঙ্খিত ব্যাটিং করে বড় জয় এনে দিলো। হোক না ওয়ার্ম আপ খেলা। শ্রীলংকাও জিততে চেয়েছিলো।
এখন সকালের সূর্য দেখে দিন চেনা যায় না। অনেক সুন্দর সকাল, রোদেলা দুপুর শেষে ঘন কালো মেঘ ভেঙে নামে বাদল ধারা। আশা করি স্বস্তির জয়টি উদ্দীপ্ত করবে বাংলাদেশকে বিশ্ব কাপে বড় কিছু অর্জনে। এক কথায় নিজস্ব শক্তিতে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা এ ম্যাচে।  বলার আর অপেক্ষা রাখে না, তারুণ্যের তেজোদীপ্ত এই বাংলাদেশকেই ভালোবাসি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)