ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 01-10-2023

ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ তথা বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। ওই ঘোষণার পর বাংলাদেশ সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। রেনা বিটার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌছান তিনি। বাংলাদেশে তিনি সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


তাঁর এই সফরে যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ সংক্রান্ত কথা ভিসা, অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও রিনা বিটার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে। তার ঢাকায় অবস্থানকালীন সময় তিনি ব্যস্ততম সময় কাটাবেন বলে জানা গেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)