ইংল্যান্ডের বিপক্ষে ভেঙে পরলো সাকিবরা


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-10-2023

ইংল্যান্ডের বিপক্ষে ভেঙে পরলো সাকিবরা

ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি টিম বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে যে পারফরমেন্স তারা দেখিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তাতে যেন রিভার্স। ব্যাটিং বোলিং কোনো ডিপার্টমেন্টেই দক্ষতার ছাপ রাখতে পারেনি। যে মাঠে আফগানদের বিরুদ্ধে জিতেছিল, ইংল্যান্ডের বিপক্ষে সে মাঠেই খেলেছে। কিন্তু চেনা মাঠ এভাবে অচেনা হয়ে যাবে সেটা কল্পনাতীত। ইংল্যান্ড প্রথম ব্যাটিং করে। কিন্তু বাংলাদেশের কোনো বোলার পাত্তাই পায়নি ব্যাটিং সহায়ক উইকেটে। কিভাবে ইংলিশ ব্যাটসম্যানদের দমন করা যাবে সে লক্ষ্যে যেন তারা খেই হারিয়ে ফেলে। এতে করে ওপেনার ডেভিড মালানের সেঞ্চুরীর (১৪০) সুবাদে ৩৬৪/৯ রান করে ইংল্যান্ড। মালান ছাড়াও জায়ে রুটের ৮২, বেয়ারস্টোর ৫২ রানের ইনিংস ইংল্যান্ড পেশাদারিত্বের ছাপ রেখেছে। বল হাতে মেহেদি হাসান মিরাজ চারটি এবং শরিফুল নেন তিন উইকেট।


এরপর পাহাড়সম স্কোর সামনে রেখে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়ে যান দিকভ্রষ্ট। কী করতে হবে কিভাবে এগুতে হবে এগুলোই বুঝতে পারছিলেন না যেন তারা। ইংল্যান্ডের নিখুত বোলিংয়ের সামনে একে একে উইকেট হারাতে শুরু করেন তারা।  ৪৯ রানের আউট হয়ে যান টপ অর্ডার চার ব্যাটসম্যান। যাদের বেশীরভাগ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। যদিও সাকিবও ছিলেন এর মধ্যে। পরবর্তিতে লিটন দাসের ৬৬ বলে করা ৭৬ ও মুশফিকুর রহীমের ৬৪ বলে করা ৫১ রান ছাড়া আর সবার স্কোর উল্লেখ করার মত নয় বিশেষ করে ইংলিশ ব্যাটসম্যানদের স্কোর বিবেচনায়। বল হাতে টপলি নেন চার উইকেট। এছাড়া দুই উইকেট নেন ক্রিস ওয়েকস। এতে হেরে যায় বাংলাদেশ ১৩৭ রানের বড় ব্যাবধানে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)