বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডে এম আজিজ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-10-2023

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডে এম আজিজ

প্রবাসের অন্যতম মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সোসাইটির সাবেক সভাপতি, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ। গত ৮ অক্টোবর বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় এম আজিজকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় কার্যকরি কমিটির এ সভা অনুষ্ঠিত হয় সোসাইটির নিজস্ব ভবনে। সভায় সর্বসম্মতিক্রমে এম আজিজকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৫ জন সভায় উপস্থিত ছিলেন। সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কার্যকরি কমিটির সদস্য ফারহানা চৌধুরী অনুপস্থিত ছিলেন। আবুল বাশার সন্দ্বীপী এবং টিপু খান বাংলাদেশে অবস্থান করছেন। ট্রাস্টি বোর্ড নিয়ে ভোটাভুটির আগে সাংস্কৃতিক সম্পাদিকা ডা. লিপি আক্তার সভাস্থল ত্যাগ করেন। উপস্থিত ১৪ জন সদস্যই এম আজিজের পক্ষে ভোট প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির ভবন রক্ষায় এম আজিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সোসাইটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)