সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা মফিজ সারওয়ারের ইন্তেকাল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-10-2023

সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা মফিজ সারওয়ারের ইন্তেকাল

সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জের সিনিয়র স্টাফ মফিজ সারওয়ার (জাকির) গত ৭ অক্টোবর শনিবার দিবাগত রাতে নিউইয়র্কে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী এবং মৃদুভাষী জাকির ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। 

জানা যায়, মরহুম মফিজ সারওয়ার জাকির ১৯৯৯ সালের দিকে সোনালী এক্সচেঞ্জে যোগ দেন এবং তার কর্মজীবনে তিনি এক্সচেঞ্জের প্রায় সব শাখায় দায়িত্ব পালন করেছেন। অমায়িক ব্যবহারের অধিকারী ও বিনয়ী স্বভাবের মানুষ জাকির সারওয়ার কাজে যোগদানের অল্পদিনের মধ্যেই দক্ষতার পরিচয় দেন। তার মৃত্যুতে সোনালী এক্সচেঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। গত ৮ অক্টোবর সন্ধ্যায় বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মুসলিম গোরস্থানে দাফন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)