বিশুদ্ধ পানি নিশ্চিত হলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-10-2023

বিশুদ্ধ পানি নিশ্চিত হলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে

বিশুদ্ধ পানি নিশ্চিত করা গেলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম দারুণভাবে উপকৃত হবে। তবে একিই সাথে পানির সঠিক ও যথোপযুক্ত ব্যবহার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা পানিই জীবন, পানিই খাদ্য।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগ এবং শশী হাসাপাতাল (আকুপাংচার) এর সহযোগিতায় এক সেমিনারে। “পানিই জীবন, পানিই খাদ্য” প্রতিপাদ্যে এসইউবিতে বিশ্ব খাদ্য দিবস পালন করতে গিয়ে গত সোমবার এসইউবি’র ধানমন্ডিস্থ ক্যাম্পাসে উদযাপিত হলো সেমিনারটি। এবারের প্রতিপাদ্য বিষয় “পানিই জীবন, পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে”।  দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীগণ স্বতস্ফুর্ত অংশগ্রহণে গনসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও সেমিনার ও আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন।


খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শফিউর রহমান এর সভাপতিত্বে মুল প্রবন্ধ (Water is life, Water is Food. Leave no one behind) উপস্থাপন করেন পুষ্টিবিদ ও ডায়েট কনসালটেস্ট ড. উম্মে সালমা মুন্নি।
প্রবন্ধে ড. উম্মে সালমা মুন্নি বলেন, পানি আমাদের জীবনের অতীব গুরুত্বপূর্ণ অংশ।


পানি ছাড়া পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীকুল বেঁচে থাকতে পারেনা। তাই পানির সঠিক ব্যবহার ও দূষণমুক্ত পানি পান করা অতি জরুরী। তিনি আরো বলেন, বিশুদ্ধ পানি নিশ্চিত করা গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দারুণভাবে উপকৃত হবে। অনুষ্ঠানে আইডিয়া প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। আইডিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাফিয়া ইসলাম নিশু, দ্বিতীয় স্থান অর্জন করে ফাহমিদা খানম উম্মি এবং তৃতীয় স্থান অর্জন করে মো. জুহাইর মাহতান। বিজয়ীরা সকলেই স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)