ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে বিএনপি


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 18-10-2023

ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে বিএনপি

পল্টনে বিএনপির সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহা সমাবেশ করার ঘোষনা দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির উদ্যোগে এ জনসমাবেশের আয়োজন করা হয়।  


আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ফখরুল বলেন, ‘মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর আর আমরা থেমে থাকব না।’


পল্টেনে আজ বুধবারের জনসভার একাংশ/ছবি সংগৃহীত

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এদিকে এ সমাবেশ ঘীরে সকাল থেকেই পল্টন,নাইটাঙ্গেল মোর থেকে আরামবাগ ফকিরাপুল এলাকায় লোকারণ্য হয়ে যায়। সমাবেশে যোগ দিতে বিভিন্নস্থান থেকে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারন মানুষ যোগ দেয়। যদিও পথিমধ্যে বিভিন্ন চেক পয়েন্টে পুলিশ অনেককেই হয়রানি করে বলে অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ এমন অভিযোগ প্রত্যাখান করে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)