সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বিয়ানীবাজার নির্বাচন কমিশনের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-10-2023

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বিয়ানীবাজার নির্বাচন কমিশনের

প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচন আগামী ২২ অক্টোবর। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন। সদস্যরা হলেন-মোহাম্মদ আব্দুন নুর, ছালেহ আহমদ মনিয়া, হেলাল আহমদ ও নুরুল ইসলাম। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭ হাজার ৬৭৯। ভোটকেন্দ্র ৮৮ ০৩ ১০১ অ্যাভিনিউ ওজনপার্ক। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ১৬টি মেশিনে ভোট হবে। ২২ অক্টোবরের নির্বাচন পরিচালনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন দেশ পত্রিকার সঙ্গে আলাপে বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও ঝামেলা মুক্ত করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। সে লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব পালনে কুণ্ঠাবোধ করবেন না। সবাইকে নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী নিয়ম মেনে ভোট প্রদানে অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোট চলাকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভোটের পরিবেশ বিঘ্নিত করা অথবা যে কোনো অপপ্রয়াসে নির্বাচন কমিশন অনুকম্পা প্রদর্শন করবে না। ভোটাররা যাতে ভোট প্রদানে স্বাচ্ছন্দ্যবোধ ও নির্বিঘ্নে ভোট দান করতে পারেন, কমিশন এ ব্যাপারে বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণ ও নিয়মের কোনো ব্যত্যয় হবে না। প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন কমিশনের পক্ষে সব প্রার্থী, তাদের সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিয়ানীবাজার সমিতির নির্বাচনে সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে একটি নিটোল পরিবেশে সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেজন্য নির্বাচন কমিশন সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)