বাকার সভা : নতুন কমিটির অভিষেক ১৮ ডিসেম্বর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-10-2023

বাকার সভা : নতুন কমিটির অভিষেক ১৮ ডিসেম্বর

বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা গত ১০ অক্টোবর ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত এই বিশেষ সাংগঠনিক সভায় সংগঠনের পরিচালনায় এ বছর অনুষ্ঠিত ‘বাংলা মেলা ও গ্রীষ্মকালীন নৌবিহার’ এই দুটি বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপস্থিত সব সদস্যের স্বতঃস্ফূর্ত সম্মতিতে এ বছর মহান বিজয় দিবস ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১৮ ডিসেম্বর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সংগঠনের সব সহযোগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিদের সম্মানে আগামী নভেম্বরে একটি নৈশভোজের প্রস্তাব গৃহীত হয়। উক্ত নৈশভোজের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু ও বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকনকে সর্বসম্মত দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য যে, প্রতিবারের মতো এবারও বিজয় দিবসের আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে। চিত্রাঙ্কনের বিষয় ‘বিজয় ও বাংলাদেশ’।

সভায় সংগঠনের সহ-সভাপতি মাকসুদা আহমেদকে আহ্বায়ক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিনকে সদস্য সচিব ও প্রচার ও গণসংযোগ সম্পাদক মো. লিয়াকত আলীকে প্রধান সমন্বয়ক করে ৮ সদস্যের বিজয় দিবস উদযাপন ও অভিষেক অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উদযাপন পরিষদের অন্য সদস্যরা হলেন-যুগ্ম-আহ্বায়ক আশরাফ হোসেন, দুলাল রহমান, যুগ্ম-সদস্য সচিব রায়হান জামান রানা ও সহ-সমন্বয়ক শাহ ইকবাল রাজু, সালমা সুমী।

সাংগঠনিক সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সারওয়ার চৌধুরী, সহ-সভাপতি ফয়সল আহমেদ, মাকসুদা আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইঁয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল আহমদ, কার্যনির্বাহী সদস্য চৌধুরী মোমিত তানিম প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)