এপ্রিলে প্রাণ গেছে ৫৪৩ জনের


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 07-05-2022

এপ্রিলে প্রাণ গেছে ৫৪৩ জনের

এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৪৩ জনের। আর এতে আহত হয়েছেন ৬১২ জন। 

সড়ক দুর্ঘটনার এ প্রতিবেদন দিয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন  নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানিয়েছেন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

এতে বলা হয় এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭ টি। নিহতের মধ্যে নারী ৬৭, শিশু ৮১। ১৮৯ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।


 এই সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)