সাংগঠনিক কর্মশালা উদীচী যুক্তরাষ্ট্রের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-10-2023

সাংগঠনিক কর্মশালা উদীচী যুক্তরাষ্ট্রের

গত ১৪ অক্টোবর শনিবার জ্যামাইকায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কর্মশালা পরিচালনা ও আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হালিমা নূর পাপন। তিনি উদীচীর লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি, গঠনতন্ত্র নিয়ে আলোচনা ছাড়াও দেশে মৌলবাদের উত্থান এবং বাংলা কৃষ্টি-সংস্কৃতির সংকট নিয়ে কথা বলেন। উদীচীকে আরো গঠনমূলক কর্মসূচি নিয়ে কার্যক্রম চালানোর মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালা পর্বের শেষে আগামী ১৯ নভেম্বর কুইন্স প্যালেস উসাইডে দিনব্যাপী উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে আলোচনা এবং দায়িত্ব বণ্টন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করে তুলতে প্রচার ও যোগাযোগ বৃদ্ধির জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। উভয় সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলীম উদ্দীন এবং সভাপতিত্ব করে সভাপতি সুব্রত বিশ্বাস।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)