সিনেটের প্রার্থী কনর ল্যাম্বকে বাংলাদেশীদের সমর্থন


পেনসিলভেনিয়া প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-03-2022

সিনেটের প্রার্থী কনর ল্যাম্বকে বাংলাদেশীদের সমর্থন

গত ১৪ মার্চ ছিলো পেনসিলভেনিয়ার সিনেটর প্রার্থী কনর ল্যাম্বের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের পরিচিতি সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাঃ ইবরুল চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ডঃ নিনা আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন কনর ল্যাম্ব। সভাটি পরিচালনা করেন কাউন্সিলম্যান মোহাম্মদ নূরুল হাসান এবং কাউন্সিলার শেখ সিদ্দিক।

কনর জেমস ল্যাম্ব হলেন একজন আমেরিকান মেরিন, আইনজীবী (প্রাক্তন ফেডারেল প্রসিকিউটর) এবং রাজনীতিবিদ যিনি পেনসিলভানিয়ার ১৭ তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি। তিনি আগামী মার্কিন সিনেটের জন্য পেনসিলভেনিয়া থেকে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য প্রাইমারী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

কনর ল্যাম্ব হলেন মাত্র ৩৭ বত্সরের একজন তরুণ এবং দুই সন্তানের জনক। আগামী নভেম্বরের নির্বাচন সিনেটের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এই আসনটির ফলাফলই নির্ধারণ করবে ডেমোক্র্যাটিক না রিপাবলিকান, কোন পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তাই পেনসিলভানিয়ার এই আসনটির গুরুত্ব অনেক বেশি।

ডাঃ ইবরুল চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী রুহুল আমিন ভূঁইয়া, বিটিএসপির বর্তমান প্রেসিডেন্ট তোজাম্মেল হক, প্রাক্তন প্রেসিডেন্ট সাইকুল ইসলাম এবং হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান ডেনি এবং সালাম এ খান(নর্থ ইস্ট), হবিগঞ্জ ডিস্ট্রিক্টক সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ সম্পাদক সৈয়দ শরিফ আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ হোসেন মিথুন, বিটিএসপির নির্বাচন কমিশনার শেখ শামিম, সেন্টার সিটির কমিউনিটি লিডার/কমিউনিটি পারর্সন মোহাম্মদ হারিস, বেসাপের সাবেক সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির কার্যকরি কমিটির সদস্য কামরুল হাসান, আপার ডার্বীর কমিউনিটি লিডার/ওয়ার্ড লিডার আবিদ হোসেন কাজল, বিটিএসপির উপদেষ্টা এবং সমাজসেবক শহিদ প্রামাণিক, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার এডমিন আশরাফুল ইসলাম আরিফ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিওিতে সিনেটের প্রার্থী হিসাবে কনর ল্যাম্বকে সমর্থন প্রদান করা হয়।

সর্বশেষ সভার সভাপতি ডাঃ ইবরুল চৌধুরী ধন্যবাদ প্রদান করেন কংগ্রেসম্যান কনর ল্যাম্বের সাথে মিট এবং শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত সকলকে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)