ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হারাল আফগানিস্তান


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-10-2023

ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হারাল আফগানিস্তান

বিশ্বকাপে অসাধারন নৈপুন্য আফগানিস্তানের। পরপর দুই ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। চেন্নাইয়ে অনুষ্টিত আজ (সোমবার) এর ম্যাচে পাকিস্তানকে হারাতে তেমন বেগ পেতে হয়নি। প্রায় তিনশ রান চেজ করে আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে ইংলিশ তারকা ট্রটের দল আফগানিস্তান।


প্রথম ব্যাটিং করে পাকিস্তান দল খুড়িয়ে খুড়িয়ে এগুলেও শেষ পর্যন্ত ২৮২/৭ রান সংগ্রহ করেছিল তারা। এরমধ্যে ওপেনার শফিক ৫৮, বাবর আজম ৭৪ রান করার পর সাদাব খান ও ইফতেখারের শেষ মুহুর্তে করা ৪০ করে রান উল্লেখযোগ্য। আফগান স্পিনার নুর আহমেদ নেন তিন উইকেট।


এরপর ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জারদান মিলে ১৩০ রানের পার্টনারশীপ খেলে দলকে এগিয়ে রাখেন। পরবর্তিতে রহমত শাহ ও হাসমতুল্লাহ মিলে অপরাজিত থেকে দলকে উপহার দেন স্বরনীয় এক জয় এক ওভার হাতে রেখেই। ইব্রাহীম জারদান ৮৭, রহমত শাহ অপরাজিত ৭৭, এবং গুরবাজ করেছিলেন ৬৫ রান। হাসমতুল্লাহ করেন ৪৮ (অপ.) রান। শাহীন শাহ ও হাছান আলী নেন একটি করে উইকেট। এই পরাজয়ের পাকিস্তানের সেমিতে ওঠার লড়াই কঠিন হয়ে গেল।   



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)