স্মার্ট সিটি অবকাঠামো গড়ে তুলতে হবে


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-10-2023

স্মার্ট সিটি অবকাঠামো গড়ে তুলতে হবে

আরবান আইএনজিও ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আগামী ২০২৬ সালে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করতে যাচ্ছে। এর ফলে শিল্পায়ন এবং নগরায়ান বৃদ্ধি পাবে। বিগত এক দশকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বেশ কিছু মাইলফলক অর্জিত হয়েছে। এর ফলে বিকেন্দ্রীকৃত উন্নয়ন ধারা গতি পেয়েছে। এ ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হলে আগামীতে উন্নয়নজনিত আঞ্চলিক বৈষম্য হ্রাস পাবে।  আর এজন্য দেশটিকে নগর উদ্ভাবন এবং প্রযুক্তি সহাযতার মাধ্যমে নাগরিকদের জন্য স্মার্ট সিটি অবকাঠামো গড়ে তুলতে হবে। একইসঙ্গে নগরবাসীর মানসম্মত জীবনযাত্রার সঙ্গে সাশ্রয়ী মূল্যে আবাসন, উপযুক্ত ভূমি ব্যবহারের পরিকল্পনাসহ শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন, উপযোগিতা এবং সম্প্রদায় পরিষেবার মতো পর্যাপ্ত জনসুবিধার ব্যবস্থা করতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নগর ইশতেহার ২০২৩’ উপস্থাপন করতে গিয়ে আরবান এনজিও ফোরামের সংম্লিস্টরা এসব কথা বলেছেন।
আরবান এনজিও ফোরামের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন একশনএইড বাংলাদেশের ডিজাস্টার রিস্ক রিডাকশন ম্যানেজার আ ম নাছির উদ্দিন, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ইমার্জেন্সি রেসপন্স ইউনিট ম্যানেজার মাহমুদ মিনার, ইউনাইটেড পারপাস বাংলাদেশ এবং  ইঞ্জিনিয়ারিং এন্ড রিজিওনাল প্ল্যানিং স্পেশালিস্ট, অক্সফাম বাংলাদেশের দেবরাজ দে, হেড অফ এক্সটার্নাল রিলেশন্স অ্যান্ড কমিউনিকেশনস, গ্লোবাল ওয়ান বাংলাদেশের মোসাম্মৎ তানজিনা আক্তার।
বাংলাদেশের নগরে কাজ করা আন্তর্জাতিক এনজিওদের প্ল্যাটফর্ম আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশের নগরের জনগণের মৌলিক চাহিদা সহ বাসযোগ্যতা, স্থায়িত্বশীলতা এবং নগরবাসীর জীবন জীবিকা বিষয়ক ৩০ টি এজেন্ডাসহ নগর ইশতেহার ২০২৩  উপস্থাপন করেছে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)