খালেদার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-10-2023

খালেদার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে বৃহত্তর ঢাকাবাসীর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের আলাক্সা পার্টি হলে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং শেখ শাহজাহান ও ইমরান শাহ রনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিটা রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলায় ফরমায়েশি রায় দিয়ে সাজা দেওয়া হয়েছে। তারা বলেন, বাংলাদেশের একজন নাগরিকের চিকিৎসার অধিকার বাংলাদেশের সংবিধানই দিয়েছে। সেই হিসেবে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার অধিকার রাখেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানান। অনুষ্ঠানে বক্তারা আগামী ২৮ অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। অনুষ্ঠানের শেষ পর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিপুলসংখ্যক নেতাকার্মী উপস্থিত ছিলেন। সভাপতি গিয়াস উদ্দিন অনুষ্ঠানে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)