প্রচন্ড বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-05-2022

প্রচন্ড বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগে সম্মত হয়েছিলেন আগেই। টিকে থাকার কোনো উপায়ই ছিলনা তার। কিন্তু নিজের টার্গেট করা সময় পর্যন্ত আর যেতে পারেননি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার তিনি প্রচন্ড বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। উপমহাদেশে করোনা পরবর্তিকালে পাকিস্তানের পর শ্রীলঙ্কায় সরকার

মাহিন্দা রাজাপাকসে/ফাইল ছবি 


প্রধানের পদত্যাগের ঘটনা ঘটলো। খবরটি পরিবেশন করেছে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর অনলাইন। 

প্রতিবেদনে বলা হয়, কিছু সময় আগে তিনি মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলমান বিক্ষোভের কারণে ফের কারফিউ জারি করা হয়েছে। এরই মধ্যে পদত্যাগের খবরটা এলো। একই সময়ে রাজধানী কলম্বো এবং দেশের অন্যান্য শহরে সরকারপন্থী লোকজনের সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষ চলছে। তবে সরকার বিরোধী মত দিনদিন বাড়তে থাকলে চাপ বাড়তে থাকে। 

উত্তাল শ্রীলঙ্কা, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, কারফিউ জারি /ছবি সংগৃহীত 


এর আগে গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছিলেন যে তার ভাই অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। 

এদিকে দেশের চরম অর্থনৈতিক সংকটসহ নানা সঙ্কটে জর্জরিত হয়ে দেশটির মানুষ দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করে আসছিল। তেলের অভাবে পাম্পে লাইন। বিদ্যুৎ সঙ্কট, কাগজের অভাবে পত্রিকা প্রিন্ট বন্ধ,শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বত্রই স্থবিরতা বিরাজ করছিল। অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। 

সব মিলিয়ে দেশটিতে যে সঙ্কট চলছিল তাতে আরো আগেই প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান ছিল। কিন্তু তিনি গো ধরে বসেছিলেন। কিন্তু অব্যাহত চাপে শেষ পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় বিদেশী বন্ধুদের থেকেও তেমন কোনো ইতিবাচক সারা না মেলার পর এ পদত্যাগ তার।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)