নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বায়তুল মোকাররমের দ: গেটে আ.লীগের শান্তি ও উন্নায়ন সমাবেশ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-10-2023

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বায়তুল মোকাররমের দ: গেটে আ.লীগের শান্তি ও উন্নায়ন  সমাবেশ

পল্টনে বিএনপি ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। গত দুইদিন ধরে নানা নাটকীয়তা শেষে ডিএমপি শুক্রবার ২৭ অক্টোবর রাতে বিশেষ কিছু শর্তারোপ করে ওই অনুমতি প্রদান করে। ওই শর্তাবলীর মধ্যে রয়েছে বিকেল ২টার আগে সমাবেশ শুরু করা যাবে না। এবং পাচটার মধ্যে শেষ করতে হবে। এ শর্তের সংখ্যা কুড়িটি।

এদিকে গতকাল দুপুরের পর থেকেই পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জনসমাগম শুরু হয়। পুলিশ এক পর্যায়ে বাধাদানের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশ্য ততক্ষন পর্যন্ত অনুমতি দেয়া হয়নি। অনুমতির পর থেকে মানুষের সমাগম বাড়তে থাকে। অনেকেই বলতে থাকেন, রাতে তারা রাস্তায় সমাবেশস্থলেই থাকবেন।



এদিকে সমাবেশে আসতে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামগঞ্জে বিএনপি নেতা কর্মীদের অনেকের বাড়ী ঘরে তল্লাশী পর্যন্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তায়ও বিভিন্ন চেকপোষ্ট ছিল। যেগুলোতে অনেকে নানা অজুহাত দিয়ে পেরিয়ে এসেছেন। অনেককে ফিরিয়েও দেয়া হয়। রাজধানীতে শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে নিরাপত্তার জন্যই এগুলো করেছেন বলে জানানো হয়।

বিএনপি সূত্রে জানা গেছে ২৮ অক্টোবর দুপুর ২টায় শুরু হবে তাদের মহাসমাবেশ। অপরদিকে আওয়ামী লীগের সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটা থেকে।
এছাড়া শাপলা চত্তর মতিঝিলে জাময়াত সমাবেশ করতে চাইলে ডিএমপি জামায়াতকে অনুমতি দেয়নি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)