প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-10-2023

প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল চালুর যুগে প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ।
টানেল উদ্বোধন উপলক্ষ্যে গতকাল বাণিজ্য নগরী চট্টগ্রামে আয়োজিত জন সমাবেশে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত যো ওয়েন শুভেচ্ছা বার্তাটি পড়ে শোনান এবং পরে তা অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।


বার্তা পাঠকালে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত সম্মানের।”
এই টানেল উদ্বোধন উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার শুভেচ্ছা বার্তায় উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শেখ হাসিনার আমন্ত্রণের কথা চীনা প্রেসিডেন্ট কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তথ্যসূত্র বাসস।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)