আল জাজিরার সাংবাদিক গুলিতে নিহত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-05-2022

আল জাজিরার  সাংবাদিক গুলিতে  নিহত

নিয়মিত খবর সংগ্রহের সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি অধিকৃত স্থানে আল জাজিরার এক সাংবাদিক মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পশ্চিম তীরে নিহত হওয়া ওই সাংবাদিক কাতার ভিত্তিক আল জাজিরার হয়ে কাজ করছিলেন। বুধবার এ তথ্য দিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার খবরে বলা হয়, পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহে ব্যাস্ত ছিলেন সাংবাদিক শিরীন আবু আকলেহ। গুলি তার মাথায় লাগে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে,বাচানো যায়নি। হাসপাতাল কতৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করে। 

ফিলিস্তিনের শহর রামাল্লায় উপস্থিত আল জাজিরার সাংবাদিক নিদ্রা ইব্রাহিম জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত জানি-শিরীন আবু আকলেহকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয়। তিনি পশ্চিম তীরের উত্তর দিকের এলাকায় ইসরায়েলি অভিযানের বিস্তারিত তথ্য সংগ্রহে ব্যাস্ত ছিলেন। এ সময় বুলেট এসে তার মাথায় লাগে। 

অবশ্য ইসরায়েলি মিলিটারি জানিয়েছে, অভিযানে গুলি বিনিময়ের সময় শিরীন আবু আকলেহে গুলিবিদ্ধ হয়েছেন। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)