শিল্পী পিউ মুখোপাধ্যায় ও শৌনিক চট্টোপাধ্যায়ের অনবদ্য পরিবেশনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-11-2023

শিল্পী পিউ মুখোপাধ্যায় ও শৌনিক চট্টোপাধ্যায়ের অনবদ্য পরিবেশনা

নিউইয়র্কে সম্পূর্ণ ভিন্নমাত্রার একটি সংগীতসন্ধ্যার আয়োজন করা হলো। শিল্পী ছিলেন কলকাতার জনপ্রিয় শিল্পী পিউ মুখোপাধ্যায় এবং শৌনিক চট্টোপাধ্যায়। দুই শিল্পীর অনবদ্য এবং অসাধারণ পরিবেশনায় মুগ্ধ ছিলেন দর্শক-শ্রোতারা। পিনপতন নীরবতায় শিল্পীরা শিল্পীদ্বয়ও পরিবেশন করেন একের পর হৃদয় নাড়ানো গানগুলো। কী রবীন্দ্রসংগীত, কী নজরুলসংগীত অথবা গজল- প্রতিটি গান গেয়েছেন দরদ দিয়ে। হলভর্তি মানুষ অনেকদিন পর অন্যরকম সংগীতসন্ধ্যা পার করলেন। দর্শন প্রাণভরে উপভোগ করেছেন শিল্পীদের চমৎকার পরিবেশনা। ছিল না বক্তৃতাবাজি আর ফটোসেশনের অসুস্থ প্রতিযোগিতা।

চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সেবামূলক সংগঠন অপটিমিস্ট ও শৈলী ইনক। সহযোগিতায় ছিল ডায়াসপোরা ইউএসএ। নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন মিনহাজ আহমেদ। ২৮ অক্টোবর এস্টোরিয়ার টনি বেনেট কনসার্ট হলে। ‘বিশ্বভরা প্রাণ’ টাইটেলে ছিল এই শারদ সংগীতসন্ধ্যা। যন্ত্রশিল্পী উন্মেষ ব্যানার্জী সুরজিত চক্রবর্তী ছিলেন গানের পূর্ণতা দিতে। মন্দিরায় ছিলেন শহীদ উদ্দীন আর উপস্থাপনায় সাবিনা নীরু। সংগীতানুষ্ঠানের শুরুতে অপটিমিস্টের একটি ডকুমেন্টারি দেখানো হয়্। এই অনুষ্ঠানের উপার্জিত অর্থ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দি অপটিমিস্ট’-এর তহবিলে প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)