ভুমিকম্পে নেপালে ১২৮ মৃত্যু আহত শতাধিক বহু ক্ষয়ক্ষতি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-11-2023

ভুমিকম্পে নেপালে ১২৮ মৃত্যু  আহত শতাধিক বহু ক্ষয়ক্ষতি

নেপালে ভুমিকম্পে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ৬ দশমিক ৪ মাত্রার ওই ভুমিকম্পে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। ভারত ভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি দিয়েছে এ সংবাদ।


ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য, দিল্লির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। প্রতিষ্ঠানটি এক্স বার্তায় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।


রাতের এ ভূমিকম্পে নেপালের হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির পার্বত্য জেলা পশ্চিম রুকুমের জেলা প্রশাসক হরি প্রসাদ পন্ত জানান, একক জেলা হিসেবে ভূমিকম্পে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে তার জেলায়।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে থাকা সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, পশ্চিম রুকুমের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সরকারি বাহিনীর উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)