নকিয়ার গবেষণা সেন্টার পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-05-2022

নকিয়ার গবেষণা সেন্টার পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেরি হিলে অবস্থিত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার গবেষণা শাখা নকিয়া বেল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৫ মে তিনি ল্যাবের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নকিয়া কর্তৃপ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ত্রে নিয়ে এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম ও বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক অগ্রগতির বিষয়ে তাদের অবহিত করেন।

উল্লেখ্য, নকিয়া ডিজিটাল অবকাঠামো শিল্পে ফিরে আসছে। তারা সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভাইব্রেন্টের সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে তারা মোবাইল ফোন সংযোজন করা শুরু করেছে। নকিয়া বেল ল্যাবস হচ্ছে নকিয়া ফোনের গবেষণা শাখার বিশ্বব্যাপী সদর দফতর। প্রথম অ্যান্ড-টু-অ্যান্ড ফাইভজি এবং সিক্স-জি ল্যাব টেস্ট করা হয় এখান থেকে।

নকিয়ার সাউথইস্ট এশিয়া ইউনিটের হেড অব মার্কেটিং ডেনিয়েল জিগার, নর্থ আমেরিকা স্ট্র্যাটেজিক সেলস অ্যান্ড সলিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক এলিসন, সিটিও অ্যান্ড হেড অব স্ট্র্যাটেজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আরিফ চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপরে ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ত কুমার ঘোষ, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)