শ্রীলঙ্কার আইসিসি সদস্যপদ স্থগিত


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-11-2023

শ্রীলঙ্কার আইসিসি সদস্যপদ স্থগিত

আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে। শ্রীলঙ্কা আইসিসির এলিট ক্লাবের সদস্য। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সরকারী হস্তক্ষেপ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক। বিশ্বকাপের এ আসরে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। মুলত ভারতে দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে দিন পাঁচেক আগে ভেঙে দেওয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দিন পাঁচেক আগে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় অর্জুনা রানাতুঙ্গাকে।
তবে এর দুই দিন না যেতেই দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে আগের বোর্ড পুনর্বহাল করা হয়। এসব কান্ডে বড় শাস্তির মুখেই পড়ল এসএলসি। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়ে জানায় ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা।  


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)