শ্রম বাজারের অবস্থা পর্যবেক্ষনে ঢাকায় আসছে আজ ইইউ প্রতিনিধি দল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 12-11-2023

শ্রম বাজারের অবস্থা পর্যবেক্ষনে ঢাকায় আসছে আজ ইইউ প্রতিনিধি দল

বাংলাদেশে শ্রম বাজারের টালমাটাল অবস্থার মধ্যেই দেশের শ্রম খাতের অগ্রগতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আজ রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে। ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।


পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখবে ইইউ প্রতিনিধিদলটি। এছাড়াও দলটি সরকারের বিভিন্নস্তরের মন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন। এসময় মন্ত্রী ও সচিবদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকগুলোর আলোচনায় গুরুত্ব পাবে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিকের অধিকার এবং শিশুশ্রম ও শ্রমিকবিরোধী সহিংসতা নিরসনসহ শ্রম খাতের সার্বিক অগ্রগতি।
শ্রম অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ এ বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে কর্মপরিকল্পনা (এনআইপি) গৃহীত হয়। তার অগ্রগতি দেখতেই মুলত তাদের এ বাংলাদেশ সফর বলে জানা গেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)