বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড ও পাহারা নেই


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 14-11-2023

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড ও পাহারা নেই

বিএনপি কার্যালয়ের দুই পাশের কাটাতারের ব্যারিকেড ও পাহারা সরিয়ে নিয়েছে পুলিশ। গতকাল ১৩ নভেম্বর সোমবার দুপুরের পর পুলিশ সদস্যরা কার্যালয়ে সামনে যেভাবে অবস্থান করছিলো সেটি মঙ্গলবার এখন আর নেই। পুলিশ সদস্যরা কার্যালয়ের লাগোয়া ভিক্টোরিয়া হোটেলের পাশে বসে আছে।


গত ২৮ অক্টোবর রাত থেকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা পাহারায় থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কাটাতারের ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। ওইসব ব্যারিকেড এখন মতিঝিল মডেল থানার কাছে রাখা হয়েছে। অফিসের সামেন পুলিশ পাহারা সকাল সাড়ে ১০টার পর থেকে নেই, দূরে পুলিশ সরিয়ে নিয়েছে।


আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদদ্ধ আহতের দেখার পর সাংবাদিক কাছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলশ তালা দেয়নি, বিএনপি নেতারাই তালা দিয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)