অতিরিক্ত বলপ্রয়োগে জাতিসংঘের মানবাধিকার বিষায়ক হাইকমিশনের উদ্বেগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-11-2023

অতিরিক্ত বলপ্রয়োগে জাতিসংঘের মানবাধিকার বিষায়ক হাইকমিশনের উদ্বেগ

রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষায়ক হাইকমিশন। সোমবার (১৩ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রকাশিত চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনার লাগাতার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।


ওএইচসিএইচআর’র চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বলপ্রয়োগ সীমিত করতে বিদ্যমান আইনের সংশোধন করে, এতে আন্তর্জাতিক মানদণ্ড অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার এবং মানবাধিকার বিষয়ক কমিটি। এর পাশপাশি বলপ্রয়োগের সমস্ত অভিযোগ, অস্বীকৃত আটক, গুম এবং হেফাজতে মৃত্যুর মতো অভিযোগগুলো একটি স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত করার সুপারিশ করেছে। তদন্তের পর দোষীদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)