৭ জানুয়ারী ‘২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 15-11-2023

৭ জানুয়ারী ‘২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন

আগামী ২০২৪ সনের জানুয়ারী মাসের ৭ তারিখে  দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া একে ভাষনে সিইসি হাবিবুল আউয়াল নির্বাচনের যে তফসিল দিয়েছেন সেখানে ওই তারিখ উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, চলতি মাসের ৩০ নভেম্বর প্রার্থী মনোনয়ন দাখিলেন শেষ সময়।

সিইসি জানান, তিনশ আসনে এই ভোট অনুষ্ঠান সম্পন্নের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

তফসিলে যা আছে-

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।


তিনি দেশের জনগনকে উৎসব মুখর পরিবেশে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)