তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আজ অর্ধদিবস হরতাল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-11-2023

তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের  আজ অর্ধদিবস হরতাল

জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আজ  বৃহস্পতিবার সারাদেশেব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় দেওয়া ভাষণে একতরফা তফসিল ঘোষণা করলে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ।


সমাবেশে আরো বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য শহীদুল ইসলাম সবুজ। উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।


গতকাল সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তফসিল ঘোষণার খবরের পরপরই বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জে হরতালের সমর্থনে বাম জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে, গাইবান্ধায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিলে হামলার চেষ্টা করে।

সমাবেশে নেতৃবৃন্দ আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)