তিন মন্ত্রী উপদেষ্টার পদত্যাগ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 19-11-2023

তিন মন্ত্রী উপদেষ্টার পদত্যাগ

হটাৎ করেই পদত্যাগ করেছেন সরকারের তিন মন্ত্রী উপদেষ্টা। মন্ত্রিসভার ওই তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন যারা সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। পদত্যাগ করা মন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

 রোববার মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন তারা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)