নিউইয়র্কে বাড়ি ও জমি ক্রয় করলেন সাকিব আল হাসান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-11-2023

নিউইয়র্কে বাড়ি ও জমি ক্রয় করলেন সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক সাকিব আল হাসান নিউইয়র্কে বাড়ি ও জমি ক্রয় করেছেন। তিনি একটি বাড়ি ও জমি ক্রয় করেছেন লংআইল্যান্ডের জিরিকোতে। বাড়ির পাশেই এই জমিটি। একটি সূত্রে জানা গেছে, এক ফ্যামিলির এই বাড়িটি ক্রয় করেছেন তিনি বর্তমানে থাকার জন্য। আগামী যে জমি ক্রয় করেছেন সেখানে নিজের পছন্দ মত বাড়ি বানাবেন। তিনি নতুন বাড়িটি ক্রয় করেছেন ১০-৫-২০২৩ সালে। এটি একটি নর্মাল বাড়ি। এই বাড়ি ৭ হাজার ২০০ স্কয়ার ফিটের। এই বাড়িতে চারটি বেড রুম এবং তিনটি বাথ রুম রয়েছে। এই মূল্য প্রায় ১ মিলিয়ন ডলার।

নতুন বাড়ি ক্রয় উপলক্ষে তিনি সম্প্রতি মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন। মিলাদ মাহফিলে জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শমসে আলী, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিবসহ গুটিকতেক ব্যক্তি উপস্থিত ছিলেন। বাড়িটি ক্রয় করার পর সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির এবং তাদের তিন সন্তান নিয়ে এই বাড়িতে উঠেছেন। সাকিব আল হাসান প্রায় আমেরিকায় আসতেন। আমেরিকায় এলেই তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। তার শ্বশুরবাড়ি উইনকনসিনে। বছর দুয়েক আগে তিনি নিউইয়র্কে বাড়ি খুঁজছিলেন। তিনি তার নিকটের বেশ কয়েকজন রিয়েলেটর ব্যবসায়ী বন্ধুকে বলেছিলেন। অবশেষে তিনি তার বাড়ি পেয়ে গেলেন। একটি সূত্রে জানা গেছে, সন্তানদের কথা চিন্তা করেই তিনি নিউইয়র্কের লংআইল্যান্ডে বাড়িটি ক্রয় করেন। কারণ এই এলাকায় স্কুল জোন খুবই ভালো। আরো জানা গেছে, সময় নিয়ে আগামীতে নিজের পছন্দ মতো বাড়ি ক্রয় করার জন্য তিনি বিশাল আকৃতির একটি জমিও ক্রয় করেছেন। আগামীতে সময় সুযোগ মতো নিজের জায়গায় নিজের পছন্দের বাড়ি বানাবেন। আরো জানা গেছে, এক সময়ে তার নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। আরো জানা গেছে, সাকিব আল হাসানের সন্তানদের ওই এলাকার স্কুলে ভর্তি করা হয়েছে।

ভারতে বিশ্বকাপ মিশন শেষ করেই তিনি ঢাকা হয়ে নিউইয়র্ক এসেছিলেন। নিউইয়র্কে এসেই নিজের বাড়িতে উঠেছিলেন। এখানে থেকেই তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোয়নপত্র ক্রয় করেন। একটি ঢাকার আসনে অন্য দুটি মাগুরার আসনে। জানা গেছে, নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় তিনি গত ১৯ নভেম্বর রাতে বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)