২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 27-11-2023

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

সিদ্ধান্তহীনতায় থাকা জাতীয় পার্টিও শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়টা স্পষ্ট করে দিল। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের পরপর জাতীয় পার্টিও ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এসময় দলের মহাসচিব বলেন, ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তাঁর জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)