ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ৬০০ ছাড়ালো


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-11-2023

ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ৬০০ ছাড়ালো

করোনার চেয়েও বিপজ্জনক হিসেবে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে এবার। তবু মানুষ এটা নিয়ে খুব বেশি সতর্ক থাকেনি। মানুষের আক্রান্ত হওয়া ও মৃত্যুর সংবাদ শোনা ও আফসোস পর্যন্তই। নিজেরাও সামান্য কিছু সতর্ক থেকেছে। কিন্তু একেবারে উৎকণ্ঠা ছড়িয়ে ঘরবন্দি হওয়া, ঠিক এমন কিছু কেউ করেনি। বন্ধ হয়ে যায়নি স্কুল-কলেজ। নিয়মিত সব কাজকর্মই চলেছে অনবরত। একই সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুও হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় (এ রিপোর্ট লেখাকালীন ২৭/১১/২৩, (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে চার জনের আর ঢাকার বাইরে চার জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২১৯ এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৭০১ জন।

গত ২৭ নভেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ১ হাজার ১১ এবং ঢাকার বাইরে ২ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৮৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ৭ হাজার ২৯৪ এবং ঢাকার বাইরে ২ লাখ ১ হাজার ৭৮৯ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুই জনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুই জন করে মারা যায়।

জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। আগস্টে ৩৪২ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে ৩৯৬ জন মারা গেছে। আর অক্টোবরে মারা গেছে ৩৯৬ জন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)