সরকারি কর্মকর্তাদের ঢালাওভাবে বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা


বিশেষ প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 12-05-2022

সরকারি কর্মকর্তাদের ঢালাওভাবে বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা

বেশ কিছুদিন ধরেই সরকারি কর্মকর্তাদের সরকারি খরচে বিদেশ ভ্রমন নিয়ে তোলপাড় চলছিল। বিভিন্ন মহলে কঠোর সমালোচনা চলে আসছিল। সরকারি কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন যে ওই সুযোগে স্ত্রী,সন্তান,আত্বীয় স্বজনদের নিয়েও ভ্রমন করে আসছিলেন অনেকেই। 

অবশেষে রাষ্ট্রীয় কোষাকার সেভ করার নিমিত্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করেছে সরকার। বৃহস্পতিবার ওই পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রনালয়। 


পরিপত্রে বলা হয়েছে, করোনা পরবর্তি অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এক্সপোচার ভিজিট,শিক্ষাসফর,এপিএ এবং ইনোভেশনের আওয়াতুমুক্ত ভ্রমন ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমন বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। অবিলম্বে আদেশটি কার্যকর হবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে বলেণ,‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখণ থেকে প্রধানমন্ত্রী পরিস্কারভাবে বলে দিয়েছেন,বিদেশ সফর আর নয়। যডিদ বিশেষ কারণে কর্মকর্তাদের বিদেশ সফরে যেতে হয়, তাহলেই যাবেন। অণ্যথায় নয়। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমন কমানো হচ্ছে। কমানো হবে।’  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে বলেন, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বিদেশ সফর আর নয়। যদি বিশেষ কারণে কর্মকর্তাদের বিদেশ সফরে যেতে হয়, তাহলেই যাবেন, অন্যথায় নয়। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমানো হচ্ছে। কমানো হবে।’ 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)