আলোচিত ব্যাক্তিত্ব আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-12-2023

আলোচিত ব্যাক্তিত্ব আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

হলফ নামায় তথ্য গোপন করার দায়ে রাজনীতির মাঠে বর্তমান সময়ে আলোচিত ব্যাক্তিত্ব মেজর (অবঃ) আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল হয়েছে।  কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী  সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।


রোববার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জানানো হয়, মনোনয়নপত্রের সাথে যুক্ত করা হলফনামায় মামলা ও ঋণের তথ্য না দেয়ায়, তথ্য গোপন করার কারণ উল্লেখ করে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

সম্প্রতি সময়ে বিএনপি ও দলটির আন্দোলণ নিয়ে নানা মন্তব্য করে আলোচিত ছিলেন আকতারুজ্জামান। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতৃত্বের বিপক্ষেও নানা সমালোচনামুলক বক্তব্য দেন তিনি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)