চেনা উইকেটে ব্যটিং ব্যর্থতায় হার, সিরিজ ড্র


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-12-2023

চেনা উইকেটে ব্যটিং ব্যর্থতায় হার, সিরিজ ড্র

বাংলাদেশী ব্যাটসম্যানদের চীর পরিচিত ও প্রিয় উইটেক পেয়েও জয় পেতে ব্যর্থ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হচ্ছিল মিরপুর শেরেবাংলায়। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচের প্রথম দিনে ১৫ উইকেটের পতনে বিস্মিত হন সবাই। একটা টেষ্ট ম্যাচের প্রথম দিনের যদি হয় ওই চিত্র তাহলে এর পরের অবস্থা কী দাড়াতে পারে। কিন্তু এ ম্যাচেও বাংলাদেশ দল ব্যর্থ।

শেষ পর্যন্ত চেনা উইকেটে ব্যর্থতার ষোলকলাপূর্ণ করে হেরে যায় ৪ উইকেটে।


প্রথম ব্যাটিং করতে নেমে সবে ১৭২ রান করেই অলআউট। জবাবে খেলতে নেমে ওইদিনই হারিয়েছিল কিউইরা ৫ উইকেট। এরপর ওই ইনিংসে ১৮০ রান করে অলআউ হয়, যার অর্থ কোনোক্রমে নেন তারা লীড।


এরপর খেলতে নামা বাংলাদেশী ব্যাটসম্যানরা ক্রিজেই দাড়াতে পারছিলেণ না যেন। একের পর এক আউট হতে থাকলে দ্বায়িত্ব নিয়ে ক্রিজ আগলাতে পারেননি কেউই। ফলে শেষ হয়ে যায় দ্বিতীয় ইনিংস ১৪৪ রানে। এরপর খেলতে নেমে ১৩৯/৬ রান করে জিতে যায় ম্যাচ অনায়াসে। যদিও কিছুটা দুশ্চিন্তা ছিল তাদের। কিন্তু গ্লেন ফিলিপস ৪০ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। যাতে করে সিরিজে হার এড়াতে সক্ষম হয় নিউজিল্যান্ড। সিরিজ ১-১ ড্র। 


উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ সিলেটে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)