ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-12-2023

ব্যবসায়ী আদম তমিজি হককে  গ্রেফতার

অবশেষে ব্যবসায়ী আদম তমিজি হককে  গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


ডিবি সূত্র জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করাসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজি হকের বিরুদ্ধে।

জানা গেছে, আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে। এর আগে আদম তমিজিকে আটক করতে গিয়েছিল আইনশৃংখলাবাহিনী। সে সময় তোলপাড় করেন তিনি। ফেসবুক লাইভ সহ গেট আটকিয়ে রাখা সহ নানা কিছু। পরে আইনশৃংখলাবাহিনী ফিরে আসে। কিছুদিন গ্যাপ দিয়ে এরপর এবার আটক করেন তারা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)