রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-05-2022

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় পূর্বঘোষনা মোতাবেক তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। রনিল সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষের স্থলাভিষিক্ত হলেন। রনিল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি)’র শীর্ষ নেতা। রয়টার্স। 

৭৩ বয়সী এই ইউএনপি নেতা ৪৫ বছর ধরে সংসদে রয়েছেন। তার অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে অনেক জানাশোনা। সাধারনত শ্রীলঙ্কান নেতা হিসেবে তাকে বেশ দক্ষ হিসেবেই মনে করেন অনেকে। এদিকে ভয়াবহ অর্থসঙ্কটে থাকা শ্রীলঙ্কা বিপর্যস্ত। দুই কোটির উপরের জনসংখ্যার দেশটিতে মানুষ চরম খাদ্য সংকটে। একই সঙ্গে জ্বালানি তেল,ঔষধসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ ক্রয়ক্ষমতার বাইরে। চরম বিদ্যুৎ সঙ্কটে দেশ প্রায় অচল। 

এরকম নানা সঙ্কটে ক্ষমতাসীনদের উপর ক্ষোভ ছড়িয়ে পরে। অতিষ্ট হওয়া মানুষ রাস্তায় নেমে আসলে ক্ষমতাসীনদের রোষাণলে পরে। কিন্তু তাতে দমে যায়নি। অব্যাহত বিক্ষোভ ও সংঘর্ষে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মাহিন্দা পদত্যাগে বাধ্য হন। এখনও সঙ্কট বিদ্যমান। সাধারন মানুষ খুজে বেড়াচ্ছে মন্ত্রী, এমপিদের। যার বিগত সরকারের সুবিধাভূগী। এবং যাদেরই পাচ্ছেন, চরম নাজেহাল করা হচ্ছে। বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে। এতে করে কারফিউ দিয়ে সেনা নামানো হলেও সঙ্কট থামছে না। এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রী দ্বায়িত্ব নিলেন। কতটুকু সফল হবেন পরিস্থিতি নিয়ন্ত্রনে সেটাই তার জন্য এখন বিশাল চ্যালেঞ্চ। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)