১৬ ডিসেম্বর মহান বিজায় দিবস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-12-2023

১৬ ডিসেম্বর মহান বিজায় দিবস

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দেশের ন্যায় প্রবাসেও যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি উদযাপন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসের বিভিন্ন রাজনৈতি, সমাজিক, সাংগঠনিক এবং আঞ্চলিক সংগঠন বিস্তারিত কর্মসূচি রয়েছে। যার মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রবাসের জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশন, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুক্তরাষ্ট্র বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করবে।

প্রবাসের অন্যতম মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটি বিজয় দিবস পালন করবে আগামী ১৭ ডিসেম্বর। বাংলাদেশ সোসাইটির কার্যলয়ে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শিশু কিশোরদের মধ্যে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।

জালালাবাদ এসোসিয়েশন বিজয় দিবস পালন করবে আগামী ১৬ ডিসেম্বর। সন্ধ্যায় এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে এই কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বিজয় দিবস পালন করা হবে আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবার রেস্টুরেন্টে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি শাহ নেওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ ছাড়াও বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কসে বিভিন্ন সংগঠন বিজয় দিবস পালন করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)