ক্রিকেটকে দিয়েছি এবার দেশকে দিতে চাই


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-12-2023

ক্রিকেটকে দিয়েছি এবার দেশকে দিতে চাই

বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছি, এবার দেশকে দেয়ার জন্যই আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছি। গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এ কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল মনসুর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র যুব লীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, শেখ আতিকুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আতাউল গনি আসাদ, শেখ জামাল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছি, এবার দেশকে দেয়ার জন্যই আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি দেশ এবং মানুষের জন্য কিছু করতেই রাজনীতিতে এসেছি। আমরা আর কোন চাওয়া পাওয়া নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই। আমি অল্প সময়ের জন্য এসেছি, আগামীতে আসলে আপনাদের সাথে বড় আকারে বসবো। তিনি খুবই সংক্ষিপ্তভাবে তার বক্তব্য শেষ করেন। সেখানে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায়- উপস্থিত কয়েকজন বলতে থাকেন আওয়ামী লীগ করতে হলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে হবে। অভ্যাস না থাকলেও করতে হবে।

আঙুলের চোটের কারণে আপাতত খেলার বাইরে। নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু করবেন ১৮ ডিসেম্বর থেকে। তার আগের এই ফাঁকা সময়টা সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন নিজের পরিবারের সঙ্গে। তার মধ্যেই আওয়ামী লীগের মতবিনিময় সভায় যোগ দিয়ে তাঁর আঙুলের চোটের সর্বশেষ অবস্থা এবং খেলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। সাকিবের কথায় পরিষ্কার- তাঁর সেই পরিকল্পনায় গুরুত্ব হারিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ক্যারিয়ারের বাকি সময়টা জাতীয় দলের হয়েই বেশি প্রতিনিধিত্ব করতে চান সাকিব।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর এবার আইপিএলের নিলামেও নাম ছিল না সাকিবের। অনুষ্ঠানে সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব বলেছেন তাঁর কাছে এখন দেশের হয়ে খেলাটাই মুখ্য, ‘আইপিএলে নাম দিইনি। স্বাভাবিকভাবে এতে একটা উইন্ডো (সময়) খুলবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি, নামটা প্রত্যাহার করে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’

সাকিবের কথায় মিলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে আসার বার্তাও, ‘আগে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’

আঙুলের চোটের কারণে বিশ্বকাপ অসমাপ্ত রেখেই ভারত থেকে দেশে ফিরে এসেছিলেন সাকিব। খেলতে পারেননি সদ্যসমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও। তবে তাঁর আশা ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবেন। কিন্তু সাকিব জানিয়েছেন, তাঁর চোট সারতে সময় লাগবে আরও, ‘আশা ছিল যে নিউজিল্যান্ডে অন্তত টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে যাব। কারণ, চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে (আঙুলের চোট)। কিন্তু আমি দুই দিন আগে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।’

তার ওপর মাগুরা-১ আসন থেকে তিনি অংশ নিচ্ছেন ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে। সব মিলিয়ে বিপিএলের আগে মাঠে ফেরার সম্ভাবনা কমই দেখছেন সাকিব, ‘যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি লাগছে, ছয় সপ্তাহের মতো লাগবে। তারপর পুনর্বাসন এবং ফিটনেস ফিরে পেতে হবে। বিপিএলের আগে আমি আসলে খুব একটা সুযোগ দেখছি না। এই সময়ে নির্বাচনও আছে। স্বাভাবিকভাবে বিপিএল থেকেই আমার খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)