দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে চলছে নানামুখী তৎপরতা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের অস্থিত্ব টিকিয়ে রাখতে এক রকম তৎপরতা অন্য দিকে বিএনপি সহ সমমনা দলগুলোর ঠিক উল্টা চিন্তা ভাবনা। গনতন্ত্র ফিরিয়ে আনতে এবং ভোটের অধিকার ফিরাতে লড়াই বিএনপি।
এমন পর্যায় কথিত আসন ভাগাভাগির পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপির নেতারা। তারা বলছেন, আসন ভাগের নির্বাচন হতে দেয়া হবে না। এবং যারা তাতে অংশ নেবে তাদেরও প্রতিহত করা হবে।
বৃহষ্পতিবার প্রেসক্লাবের সামনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের উদ্যোগে ‘দেশব্যাপী
প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে রাস্তা বন্ধ। ব্যাপক উপস্থিতি /ছবি সংগৃহীত
বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ওই কথা বলেন তারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের অধীন কোনো নির্বাচন হবে না। আসন ভাগাভাগির নির্বাচন হতে দেয়া হবে না। আসন ভাগের নির্বাচনে যারা যাবে সরকার ও তাদের বিরুদ্ধে একযোগে ব্যাবস্থা নেয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, প্রতিবেশী ও বাংলাদেশ সরকারের কতিপয় লোক ফেরি করে বেড়াচ্ছে কাকে ক’টা আসন দিয়ে নির্বাচনে নেবে। এ অধিকার কে দিয়েছে? আসন বন্টকারী এ দালালদের ধরার আহ্বান জানিয়ে বলেন, যারা সরকারের ফাদে পা দেবে তাদের প্রতিহত করতে হবে।