সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-12-2023

সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল

অবরোধ থেকে আবার হরতালে বিএনপি। আগামী সোমবার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়েছে তারা।
আজ শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


শোভাযাত্রার আগে মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’ এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

বিএনপির হরতাল কর্মসূচি সামনে রেখে বিরোধী দলের অন্যান্য দল জামায়াত ইসলামী বাংলাদেশ, এলডিপি, গনতন্ত্রমঞ্চ প্রমুখ দলও সোমবার হরতাল পালনের ঘোষনা দিয়েছে।  


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)