তিস্তার উন্নয়নে চীনের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-12-2023

তিস্তার উন্নয়নে চীনের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ

তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে চীন নানা পরিকল্পনা আগ থেকেই দিয়ে আসছে। এবার চীনের সে সকল আগ্রহের বিষয়টি সক্রিয় বিবেচনা করবে বলে জানা গেছে বাংলাদেশ সরকার। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রনালয়। বৃহস্পতিবার মন্ত্রনালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন এক বিফ্রিংয়ে ওই তথ্য দেন।

এ তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যাপারেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইকোনমিক রিলেসন্স ডিভিশন বিবেচনা করে দেখবে।’

তিস্তায় চীনের কাজ নিয়ে ভারতের আপত্তি কতটুকু আমলে নেওয়া হবে এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ রকম অনুমাননির্ভর প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ নয়। এ রকম কোনও প্রস্তাব যদি থাকে তখন ভূ-রাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)